Sunday, December 23, 2018

শীতে ঠোঁট ফাটলে কি লাগাবেন? | Winter Tips

আমাদের ঠোঁট খুবই নমনীয় একটি বস্তু এর চামড়া
এতই পাতলা যে পরিবেশের তাপমাত্রা পরিবর্তন
হওয়ার সাথে সাথে এটি পরিবর্তন হয়।
শীতের আগমন প্রথমেই টের পায় আমাদের
ত্বক। এদিক থেকে ঠোঁটে টান টান বোধ হয়
সবার আগে। সতর্ক না হলে চামড়া ফেটে রক্ত
পর্যন্ত বেরিয়ে আসতে পারে। প্রথমেই
দেহের ভিতর থেকে ঠোঁটের পুষ্টি যোগাতে
হবে।
দেহের ত্বকের মতো ঠোঁটেরও হাইড্রেশন
দরকার। তাই শীতের অলসতায় পানি খাওয়া কমিয়ে
দেওয়া যাবে না। পর্যাপ্ত পরিমাণ পানি, ফল ও সবজি
খেতে হবে।
শীতের শুরুতেই ভালো মানের পেট্রোলিয়াম
জেলি, নারকেল তেল বা গ্লিসারিন ঠোঁট ও
ঠোঁটের চারদিকে লাগাতে হবে। যারা সব সময়
বাইরে থাকেন, তারা সাথে লিপ বাম বা লিপ জেল
রাখতে পারেন। শীতকালে খাদ্যাভ্যাসে কিছু
পরিবর্তন আনতে পারলে ত্বককে সুস্থ রাখা
সম্ভব।
আরো পড়তে পারেন: শীতকালে মুখের Skin
সুন্দর রাখার ছয়টি ঘরোয়া উপায় – Winter Tips
এ সময় খাদ্য তালিকায় প্রোটিনের পাশাপাশি সবজির
পরিমাণ বাড়িয়ে দিতে হবে। টক জাতীয় ফল যেমন-
লেবু, জাম্বুরা, কমলা, বরই ভিটামিন সি-এর ঘাটতি কমায় ও
ত্বক সুস্থ রাখে। অনেকে ঠোঁট ফাটা থেকে
রক্ষা পেতে একটু পর পর জিভ দিয়ে ঠোঁট
ভিজিয়ে থাকে। এই কাজ করা যাবে না।

No comments:

Post a Comment